ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের সর্বোচ্চ উইকেটের রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, নভেম্বর ২৮, ২০১৪
জিম্বাবুয়ের বিপক্ষে সাকিবের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছবি:শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি (৬০টি) উইকেট নেয়ার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।

মিরপুরে অনুষ্ঠিত দু’দলের চতুর্থ একদিনের ম্যাচে ভুসি সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজার উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন সাকিব।

এর আগে লঙ্কানদের হয়ে ২০১১ সালে অবসর নেয়া মুরালি জিম্বাবুয়ের বিপক্ষে ৫৯টি উইকেট নিয়েছিলেন।

এদিকে মুরালি এতদিন আফ্রিকান দেশটির বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি থাকলেও তার পেছনেই ৫৬ ও ৫৪ উইকেট রয়েছে বাংলাদেশেরই স্পিনার আব্দুর রাজ্জাক ও পেসার মাশরাফি মর্তুজার।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ২৮ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।