ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবারো সাকিবের জরিমানা

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
আবারো সাকিবের জরিমানা সাকিব আল হাসান

ঢাকা: সাকিব আল হাসান আবারো জড়িয়ে  পড়েছেন বিতর্কে। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বাজে ব্যবহারের জন্যে সাকিবকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



বোলিংয়ের সময় আম্পায়ারের একটি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করায় সাকিবকে এই জরিমানা গুনতে হচ্ছে।

যখন বিদেশি লিগ খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঠিক এমন সময় বিতর্কে জড়ালেন সাকিব।

বৃহস্পতিবার সাকিবকে বিদেশি লিগ খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেওয়ার কথা রয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘন্টা, ০৩ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।