ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

শেষ ওভারে জয় তুলে নিল লংকানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, ডিসেম্বর ৭, ২০১৪
শেষ ওভারে জয় তুলে নিল লংকানরা ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে লংকানরা।



টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। নির্ধারিত ৫০ ওভারে অলআউট হওয়ার আগে মরগান বাহিনী তোলে ২৬৫ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা জেমস টেইলর। মাত্রই তৃতীয় ম্যাচে মাঠে নেমে ১০৯ বলে ৬টি চার আর দুটি ছয়ে ২৪ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান তার ইনিংসটি সাজান। এছাড়া দলের দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন ইংলিশ অধিনায়ক মরগান। তিনি মাত্র ৪৭ বল খেলে ৪টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান।

লংকানদের হয়ে তিনটি করে উইকেট নেন দিলশান, রঙ্গনা হেরাথ আর অজন্তা মেন্ডিস।

২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা। ২ বল হাতে রেখে মাত্র ৪ উইকেট হারিয়ে তারা এ রান তোলে।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে। সাঙ্গা ১০৫ বল থেকে ৭টি চারের সাহায্যে করেন ৮৬ রান। এছাড়া ৬০ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৫১ রান করেন শ্রীলঙ্কার দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ।

আরেক লংকান ব্যাটিং তারকা মাহেলা জয়াবর্ধনে করেন ৪৪ রান। ৩১ রান করে সাজঘরে ফেরেন কুশল পেরেরা।

ইংলিশদের হয়ে দুটি উইকেট নেন ক্রিস জর্ডান। আর একটি করে উইকেট পান ক্রিস ওকস এবং মঈন আলি।

এ জয়ের ফলে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটি শেষে ৩-১ এ এগিয়ে গেল শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০৭ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ