ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার জনসনের বলে আঘাত প্রাপ্ত কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
এবার জনসনের বলে আঘাত প্রাপ্ত কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টে অল্পের জন্য বেঁচে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। খেলার ৩০ ওভারে মিচেল জনসনের করা প্রথম বলে আউট হয়ে সাঝ ঘরে ফিরে যান মুরালি বিজয়।

পরে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন কোহলি।

তবে ওভারের দ্বিতীয় বলটি জনসন বাউন্সি দিলে বল সোজা এসে কোহলির মাথায় থাকা হ্যালমেটে এসে লাগে। সঙ্গে সঙ্গে নিরব হয়ে যায় পুরো স্টেডিয়াম। কোহলির কাছে দ্রুত দৌড়ে আসে ব্র্যাড হ্যাডিন, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার। জনসনও দ্রুত কোহলির দিকে ছুটে আসে।
kholi_inner
পরে ভারতীয় ব্যাটসম্যান হ্যালমেটটি খুলে ব্যাপারটি খতিয়ে দেখেন। আর মাঠের দুই অ্যাম্পায়ার ম্যারাইস ইরাসমাস ও ইয়ান গোল্ডও কোহলিকে দেখতে আসেন। তেমন কোন দুর্ঘটনা না ঘটেলে পরে কিছু সময় খেলা বন্ধ থাকার পর আবারো খেলা শুরু হয়।

এর আগে গত ২৫ নভেম্বর ঘরোয়া লিগে শেন অ্যাবোটের বাউন্সি বলে আঘাত পেয়ে দু’দিন কোমায় থাকার পর মারাযান অজি ব্যাটসম্যন ফিল হিউজ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।