ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রির্জাভ ডে’তে ব্যাট করবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
রির্জাভ ডে’তে ব্যাট করবে ইংল্যান্ড ছবি : সংগৃহীত

ঢাকা: সাত ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে পাল্লেকেল্লেতে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেঞ্চুরি বঞ্চিত কুমার সাঙ্গাকারার ৯১ রানের উপর ভর করে ২৩৯ রান তোলে স্বাগতিকরা।



তবে বুধবারের দিবা-রাত্রির এই ম্যাচটিতে প্রথম ইনিংস শেষ হবার পরই বৃষ্টি হানা দেয়। পরে অতিরিক্ত বৃষ্টি হবার কারণে ম্যাচটি স্থগিত করা হয়। আর ম্যাচের একদিন রির্জাভ ডে রাখার কারণে বৃহস্পতিবার জয়ের লক্ষে ব্যাটিংয়ে নামার সুযোগ পাবে ইংল্যান্ড।

এর আগে সিরিজের প্রথম চার ম্যাচে খেলে ৩-১ এ এগিয়ে আছে লঙ্কানরা। তবে ব্যাটিং করার জন্য একদিন বেশি সময় পাওয়ায় সিরিজে ব্যবধান কমানোর সুযোগ থাকছে সফরকারিদের সামনে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।