ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে প্রথম টেস্ট খেলতে পারবেন না শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে ২৬ ডিসেম্বর।
টিম ম্যানেজার মাইকেল ডি জয়সা হেরাথের ইনজুরির খবর নিশ্চিত করেছেন। হেরাথ ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডের আগেই অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন, কিন্তু লঙ্কান টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল দ্রুত সেরে উঠবেন এই বাঁহাতি স্পিনার।
কিন্তু হেরাথ শেষ পর্যন্ত সুস্থ হয়ে না ওঠায় তাকে ছাড়াই নিউজিল্যান্ড উড়াল দিতে হচ্ছে শ্রীলঙ্কাকে। তবে হেরাথের ইনজুরি দুঃশ্চিন্তায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্টকে। মুরালি যুগের পর লঙ্কানদের স্পিন আক্রমণের নেতৃত্ব দিয়ে আসছেন এই বাঁহাতি স্পিনার।
২০১৪ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে প্রথম স্থানে রয়েছেন এই লংকান। হেরাথ এ বছর ১০ টেস্টে ২৭.৪৫ গড়ে নিয়েছেন ৬০ উইকেট।
তিন সপ্তাহের মধ্যে সুস্থ না হলে দ্বিতীয় টেস্টেও ফিরতে পারবেন না এই লংকান স্পিনার।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪