ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কোহলি, রাহানের সেঞ্চুরিতেও পিছিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
কোহলি, রাহানের সেঞ্চুরিতেও পিছিয়ে ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ‍অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে বিরাট কোহলি ও আজিঙ্কে রাহানের সেঞ্চুরি সত্বেও ৬৮ রানে পিছিয়ে আছে ভারত। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ আট উইকেটে ৪৬২ রান।



স্কোর: অস্ট্রেলিয়া-৫৩০
ভারত-৪৬২/৮(১২৬.২ ওভার)

আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মুরালি বিজয় ও চেতশ্বর পুঁজারা এদিন বেশিক্ষন টিকতে পারেন নি। তবে চতুর্থ উইকেট জুটিতে কোহলি ও রাহানে ২৬২ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। দারুণ খেলতে থাকা দু’জনেই তুলে নেন সেঞ্চুরি।

রাহানে ১৪৭ রান করে নাথান লিওনের বলে আউট হন। ১৬৯ রান করে মিচেল জনসনের বলে আউট হয়ে প্যভিলিওনে ফিরেন কোহলি। ব্যক্তিগত নয় রান করে মাঠে আছেন মোহাম্মদ শামি। আর আগামীকাল শুন্য রানে মাঠে নামবেন আরেক ব্যাটসম্যান ইশান্ত শর্মা। অজিদের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট পান রায়ান হ্যারিস।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।