ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তৃতীয়বার বাবা হলেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
তৃতীয়বার বাবা হলেন ওয়াসিম ছবি: সংগৃহীত

ঢাকা: কন্যা সন্তানের বাবা হলেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম। আর এ সন্তানের জন্মদানের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো বাবা হলেন।

তারা এখন অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন।
wasimmm_daughter_1
আকরামের দ্বিতীয় স্ত্রী শানেইরা আকরামের কোলে একটি কন্যা সন্তান আসে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ কন্যা সন্তানের জন্ম দেন বলে জানিয়েছেন পাকিস্তানি পেসারের ব্যক্তিগত সহকারী আরসালান শাহ। তিনি আকরামের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করেন।

আকরামের প্রথম স্ত্রী হুমার আরো দুই পুত্র সন্তান রয়েছে। তাদের একজনের নাম তাইমুর আকরাম এবং অপরজনের নাম আকবর আকরাম। আকরাম ১৯৯৫ সালে হুমাকে বিয়ে করেন। হুমা ২০০৫ সালে মারা গেলে শানেইরাকে বিয়ে করেন আকরাম।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২৮ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।