ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার ভরসার নাম অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শ্রীলঙ্কার ভরসার নাম অভিজ্ঞতা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ এশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে রাত-দিন তফাৎ। তবে, আসন্ন বিশ্বকাপে শ্রীলঙ্কা দল অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবে বলে জানিয়েছেন ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও গ্রায়েম স্মিথ।



এর আগের দু’টি বিশ্বকাপে ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। কিন্তু, স্বপ্নের ট্রফিটা ছোঁয়া হয়নি জয়াবর্ধনে-সাঙ্গাকারাদের। দুর্ভাগ্যবশত প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে এবং গতবার ভারতের বিপক্ষে হার মানে লঙ্কানরা। এবারও যদি এমনটি ঘটে তাহলে বিশ্বকাপের হ্যাটট্রিক রানারআপ দল হবে ম্যাথিউসরা।

দ্রাবিড় বলেন, ‘শ্রীলঙ্কা আসলেই একটি ব্যালেন্সড দল। তাদের কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও তিলেকারাত্নে দিলশানের মতো অভিজ্ঞতাসম্পূর্ণ ব্যাটসম্যান রয়েছে। বোলিংয়ে স্পিনারদের মধ্যে রঙ্গনা হেরাথ ও সাচিত্রা সেনানায়েক কার্যকরী ভূমিকা রাখবে। পেস বোলার লাসিথ মালিঙ্গা সম্পূর্ণ ফিট থাকলে যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে। ’

স্মিথ বলেন, ‘শ্রীলঙ্কা দলে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরম্যান্স করছে এমন অভিজ্ঞ ক্রিকেটার আছে। টপ অর্ডারে জয়াবর্ধনে, দিলশান ও সাঙ্গাকারার মতো বিশ্বসেরা ব্যাটসম্যান রয়েছে। মিডল অর্ডারে অ্যাঞ্জেলো ম্যাথিউস ম্যাচ উইনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

সাবেক প্রোটিয়া অধিনায়ক আরো বলেন, ‘শ্রীলঙ্কা দলের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ভালো স্কোর করতে পারলে তাদেরকে হারানো সম্ভব। যদি এর বিপরীতটা ঘটে তাহলে প্রতিপক্ষ দলের হারের সম্ভাবনাই বেশি থাকবে। আসন্ন বিশ্বকাপে তাদেরকে হারানোটা যেকোনো দলের জন্যই কষ্টসাধ্য হবে। ’

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।