ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জুনায়েদের পর হাফিজেরও বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
জুনায়েদের পর হাফিজেরও বিদায় মোহাম্মদ হাফিজ / ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের আর মাত্র ছয় দিন বাকি, আর তিন দিনের ব্যবধানে পাকিস্তান দলকে আরো একটি দুঃসংবাদ শুনতে হলো। এবার অ্যাঙ্কেল ইনজুরির কারণে আসর থেকে ছিটকে পড়লেন দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।



এর আগে মাংস পেশীর ইনজুরি থেকে নিজেকে ফিট প্রমাণ করতে না পারায় বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল ফাস্ট বোলার জুনায়েদ খানের। পরে তার পরিবর্তে দলে রাহাত আলীকে নেয়া হয়।

হাফিজ পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৫৫টি একদিনের ম্যাচ খেলেছেন। সম্প্রতি বোলিং থেকে নিষিদ্ধ হওয়া এ অলরাউন্ডার ৩১.১০ গড়ে নয়টি সেঞ্চুরি সহ ৪,৫৪২ রান করেছেন।

এদিকে হাফিজ বাদ পড়ায় তার পরিবর্তে দলে আসতে পারেন ৩৪ বছর বয়সী নাসির জামশেদ। বাঁহাতি এ ব্যাটসম্যান পাক দলের হয়ে এখন পর্যন্ত ৪৫ ওয়ানডেতে ৩৩.৬৪ গড়ে ১,৪১৩ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।