ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২ ওভার বল করেও উইকেটশূন্য গাজী!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
৩২ ওভার বল করেও উইকেটশূন্য গাজী! সোহাগ গাজী

ঢাকা: গতকালই খবরটা শুনেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বোলিং করার অনুমতি পাওয়ার খবরে হয়েছিলেন আবেগাপ্লুত।

সেই সোহাগ গাজীই নিজে মনে করছেন  কঠোর পরিশ্রমের কারণেই তিনি আবারো ক্রিকেটে ফিরতে পেরেছেন। ঘরোয়া লিগে ভালো খেলে আবারো জাতীয় দলের নিয়মিত সদস্য হতে চান এ ডানহাতি অফস্পিনার।

গাজীর জন্য সে দুয়ারও খোলা। চলমান জাতীয় লিগ দিয়েই সে দুয়ার উন্মোচন করতে পারেন গাজী। তবে দুয়ার উন্মোচনের খোঁজে নামার পর্বে রোববার হতাশাজনক একটি দিন কাটাতে হয়েছে সোহাগ গাজীকে।

১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঢাকা মেট্টোর বিপক্ষে ৩২ ওভার বল করেও উইকেটের দেখা পাননি এ বোলার। বোলিং প্রান্ত বদল করেও উইকেটের খোঁজ মেলেনি এদিন।

ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম ১৬ ওভার প্রেস বক্স প্রান্ত থেকে বল করেন গাজী। এরপর প্রান্ত বদলে প্যাভিলিয়ন প্রান্ত থেকে আক্রমণ শানান। তবে উইকেট অধরাই থেকে গেছে। চারদিনের ম্যাচের প্রথম দিন শেষে ৩২ ওভার বল করে ৭টি মেডেনসহ ৭২ রান দেন এ স্পিনার।

বরিশালের বোলাররা এদিন ঢাকা মেট্টোর মাত্র ৪টি উইকেট ফেলতে পেরেছেন। দিন শেষে  ঢাকা মেট্টোর সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান।

দুটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।