ঢাকা: আর কয়েকটা ওভার আগে নামলে হয়তো ওয়ানডে ক্রিকেটে যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটি ভেঙে ফেলতেন ডেভিড মিলার ও জেপি ডুমিনি। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে এ দুজন মিলে পঞ্চম উইকেটে ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভেঙেছেন পুরনো রেকর্ড।
পঞ্চম উইকেট জুটিতে এর আগের রেকর্ডটি ছিল ইয়ন মরগান ও রবি বোপারার। ২০১৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে এরা দুজন করেছিলেন অবিচ্ছিন্ন ২২৬ রান।
নিউজিল্যান্ডের হ্যামিল্টনে বিশ্বকাপের ম্যাচে আজ সেই রেকর্ডটি ভাঙলেন ডুমিনি-মিলার জুটি। এ দু’জনের অপরাজিত সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩৯ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা।
টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৮৩ রানে চতুর্থ উইকেট হারায় ডি ভিলিয়ার্সের দল। সেখান থেকে দলকে শেষ পর্যন্ত টেনে নেন মিলার-ডুমিনি। শেষ ২৯.৪ ওভার খেলে এরা যোগ করেন ২৫৬ রান।
৯২ বলে ১৩৮ রান করেন মিলার। ১০০ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন ডুমিনি।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫