ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের স্লেজিং হবে একতরফা: অ্যান্ডারসন

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
অজিদের স্লেজিং হবে একতরফা: অ্যান্ডারসন কোরি অ্যান্ডারসন

ঢাকা: বিশ্বকাপের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে আগামি শনিবার। নিউজিল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিতব্য এই ম্যাচ নির্ধারণ করে দিতে পারে পুল ‘এ’র চ্যাম্পিয়ন দল।



বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে জয়ের জন্য মরিয়া থাকবে উভয় দলই। সাম্প্রতিক পারফরম্যান্সেও সমাবস্থায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে এক জায়গাতে কিউদের চেয়ে এগিয়ে অজিরাই। স্লেজিং! অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে তর্কযুদ্ধে মেতে থাকতে চাইবে সেটা ভালো করেই জানা নিউজিল্যান্ড ক্রিকেটারদের। তাই স্লেজিং নিয়ে দু:শ্চিন্তা করছেন না তারা।

নিউজিল্যান্ড অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন বলেছেন, ‘অজিদের স্লেজিং কৌশল সবার-ই জানা। তারা আমাদের আক্রমন করতে চাইবে। কিন্তু আমরা তর্কে জড়াবো না। ফলে এটা একতরফাই হবে। ’

অ্যান্ডারসন আরও যোগ করেন, ‘আমরা মাঠে স্বাভাবিক থাকবো। আমরা তাদের কাছ থেকে কিছুটা উত্তাপ আশা করতেই পারি। আমার অনুমান, এটা তাদের গেম-প্ল্যানেরই অংশ। ’

তিন ম্যাচেই জয় নিয়ে পুল ‘এ’ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড। দুই ম্যাচ খেলে একটি জয় পেয়েছে মাইকেল ক্লার্কের দল।

বাংলাদেশের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেখান থেকে এক পয়েন্ট পায় অজির‍া। ফলে দুই ম্যাচে তাদের অর্জন তিন পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।