মেলবোর্ন থেকে: বাংলাদেশকে একা টেনে তোলার ক্ষমতা তার আছে। সেটা ব্যাট হাতে কিংবা বল হাতে।
কিন্তু একদম একা একটি দেশকে ক্রিকেট বিশ্বে ব্র্যান্ডিং করার ক্ষমতা আর ক’জন ক্রিকেটারের আছে, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর না ঘুরলে হয়তো প্রশ্নটাই মনে আসতো না! সিডনি থেকে ক্যানবেরা, ক্যানবেরা থেকে ব্রিসবেন অথবা ব্রিসবেন থেকে মেলবোর্ন- বিভিন্ন শহরের যে প্রান্তেই যাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট এবং বাংলাদেশ প্রসঙ্গ উঠতেই কৌতূহলি মুখগুলো চট জলদি বলছেন,‘ওহ! বাংলাদেশ! তোমাদের দলে তো সাকিব আল হাসান আছে!’
সাকিব এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সেরা মুখ। অস্ট্রেলিয়ানদের মতো একটু নাক উঁচু স¦ভাবের মানুষও সাকিব নামটা শুনলে একগাল হাসি দিয়ে বলছেন, ‘সাকিব খুব ভালো ক্রিকেটার। ’ কিন্তু তিনি কতোটা ভালো তা বোঝা যাচ্ছে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ ম্যাচের আগে লংকানদের মুখে।
এমসিজি থেকে ফেরার পথে কোবার্গ রেল স্টেশনে বেশ কয়েকজন শ্রীলংকানকে পাওয়া গেলো। অস্ট্রেলিয়া প্রবাসী এই লংকানাদের মধ্যে কয়লা খনির ইঞ্জিনিয়ার থেকে ব্যবসায়ী সবই রয়েছেন। কিন্তু তারা সবাই ক্রিকেটকে দেখেন অন্যভাবে। বাংলাদেশিদের মতো ওদের মধ্যেও খানিকটা টেনশন কাজ করছে শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ নিয়ে। লংকানাদের টেনশনের বড় কারণ নিউজিল্যান্ডের মাটিতে খুব একটা ভালো ক্রিকেট খেলে আসেনি তাদের দলটা। কিউইদের কাছে বিধস্ত হওয়ার পর আফগানিস্তানও তাদের টেনশন বাড়িয়ে দিয়েছিল। রক্ত শীতল করে দিয়েছিল।
বাংলাদেশ ম্যাচ নিয়ে দুশ্চিন্তা তাদের বাড়ছে বই কমছে না। এবং শ্রীলংকানদের কাছে এই মুহূর্তে বড় টেনশনের নাম সাকিব আল হাসান। কারণ, ব্যাট-বল হাতে নিয়ে লোকটা একাই লংকানাদের হারানোর ক্ষমতা রাখেন। তা সেই দলে যতোই মাহেলা-সাঙ্গাকারা-তিলকারতেœ-মালিঙ্গার মতো ভারি ভারি নাম থাকুক না কেন। সেটা লংকানরাও বিশ্বাস করতে শুরু করেছে। মেলবোর্ন প্রবাসী প্রকৌশলী ধামিকা যেমন বলেই দিলেন, ‘সাকিবের দশটা ওভার আর ওর উইকেটটা নিয়েই চিন্তা করতে হবে লংকানদের। ’
তবে ভদ্রলোক বিশ্বাস করেন, সাকিবের দশ ওভার খেলে দেয়ার মতো যথেষ্ট ভালো ব্যাটসম্যান তাদের দলে আছেন। তাদের বিশ্বাসের ভিত- খেলাটা এশিয়ার মাটিতে হচ্ছে না। হবে এমসিজিতে। এখানে শেন ওয়ার্নের অনেক কীর্তি থাকলেও এই উইকেটে সাকিব খুব বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারবে না বলেই ধারণা তাদের।
পাল্টা প্রশ্ন তাদের করতেই হলো, তাহলে লংকান স্পিনারদের নিয়ে বাংলাদেশ দলেরও ভাবনার কিছু নেই? কারণ এই দলে তো আর মুরালিধরন নামের কোনো অফ স্পিনার বল করবেন না। সমস্বরে লংকানারা বলে উঠলেন, ‘হয়তো বা। কিন্তু আমাদেরও ভালো স্পিনার আছে। ’ যা বোঝার তা বুঝে নিতে বাকি রইলো না। ওদের দলেও ভালো স্পিনার আছেন। কিন্তু ওদের কোনো সাকিব নেই।
মাঠের বাইশ গজের সাকিবকে নিয়ে নতুন করে লেখার কিছু নেই। কিন্তু মেলবোর্ন সাকিবকে অনেকটা নিজেদের লোকের মতো মনে করে! তার একটা কারণ বোঝা গেলো, বিগ-ব্যাশে মেলবোর্ন রেনগেডসের হয়ে খেলেন সাকিব। সেদিক থেকে এমসিজি অনেকটা নিজের মাঠের মতোই তার। অস্ট্রেলিয়ানদের অনেকটা সাপোর্ট তিনি পাবেন। লংকানদের বিপক্ষে ভালো পারফরম করার জন্য শুধু প্রবাসী বাঙালি নয়, অস্ট্রেলিয়ানরাও থাকছেন সাকিব আল হাসানের পাশে।
একটু ভুল বলা হলো! যে মাঠ ৮৭ হাজার দর্শক দেখেছিলো সাউথ আফ্রিকা -ভারত ম্যাচে, সেখানে বৃহস্পতিবারের ম্যাচে বেশ কিছু ভারতীয়ও থাকবেন। যাদের বড় একটা অংশ অবশ্য সাকিবের কারণেই বাংলাদেশকে সমর্থন করবেন। হরিয়ানার ছেলে অমৃত, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর ঘুরে বেড়ান নিজের ব্যবসায়িক কাজে। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল থেকে বিসিসিআই এর নিবার্চনে শ্রীনিবাসন প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারছেন কি না সব খবর-ই রাখেন তিনি। সে কারণেই কেকেআরের সাকিব সম্পর্কেও প্রায় সব তথ্য তার জানা।
বাংলাদেশি এই সাংবাদিকের কাছে তাই নিজের মন্তব্যটা আগেই করে ফেললেন ক্রিকেট পাগল এই ব্যবসায়ী। ‘সাকিবকে আইপিএলে খেলতে না দিয়ে ভুল করেছিল বাংলাদেশ! কে তার এই মন্তব্যের প্রতিবাদ করবেন কিংবা ব্যাখা দেবেন জানি না। তবে তার কাছে ব্যাখ্যার খুব একটা প্রয়োজন পড়বে বলে মনে হয় না। কারণ তার নিজের ব্যাখ্যা, ‘বাংলাদেশ তাদের সেরা খেলোয়াড়কে আইপিএলে খেলতে দিলে লাভ বাংলাদেশেরই হতো। আইপিএল-এ তো বিশ্বের সব সেরারাই খেলেন। সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রিকেটার। এবং বিশ্বসেরাদের তালিকায় তাকে রাখতে হবে এটা সুদূর অস্ট্রেলিয়ায় বসেও ভালোভাবে টের পান অমৃত!
বাংলাদেশের ক্রিকেট ছাড়া অন্য কিছু নিয়ে কি অস্ট্রেলিয়ানরা ভাবেন! সাকিবের সৌজন্যে তাদের সেই ভাবনাটা আরো একটু বেড়ে গেছে। মেলবোর্নে সাকিব এবং তার বাংলাদেশ ভালো করলে সেই ভাবনাটা আরো বাড়বে তা জোর দিয়েই বলা যায়।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
** মিরপুর টেক্কা দিচ্ছে মেলবোর্নকে ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি নিয়ে বাকযুদ্ধ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** নীল-হলুদ নাকি লাল-সবুজের ঢেউ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** চোক’ কি ক্রিকেটীয় জোক?। । অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল
** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে
** ‘সি’ ফর ক্রিকেট নাকি সাইক্লোন!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে