ঢাকা: লাহিরু থিরামান্নের সহজ ক্যাচ ছেড়ে দিয়ে এনামুল হক বিজয় যে ‘ঋণ’ দিয়েছিলেন, তা যেন বিজয়কেই শোধ করে দিলেন তিলকারত্নে দিলশান। বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি বিজয়েরই তুলে দেওয়া ক্যাচ ছেড়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলবোর্নে শ্রীলংকান বাহিনীর বেধে দেওয়া ৩৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তার বিজয়ের পর মাঠে আসেন সৌম্য সরকার।
কিন্তু নিজেদের মধ্যে বোঝাপড়ার আগেই দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সুরাঙ্গা লাকমালকে তুলে মারতে যান বিজয়। সেটি ঠিকমতো না লাগায় ওপরে উঠলেও ত্রিশ গজের বৃত্তেই থেকে যায়। কিন্তু ওপরে ওঠে যাওয়া বলটি লুফে নিতে গিয়ে দোলাচলে পড়ে যান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও তিলকারত্নে দিলশান। শেষ পর্যন্ত দিলশান ক্যাচ ধরার সিদ্ধান্ত নিলেও তার দু’হাতের ফাঁক গলিয়ে মাটিতে গড়াগড়ি খায় বল। ওদিকে ক্যাচ উঠিয়ে হতাশায় ব্যাট দিয়ে প্যাডে বাড়ি দিলেও শেষে যখন বিজয় দেখেন দিলশান তার ‘ঋণশোধ’ করে দিয়েছেন তখন হাঁফ ছেড়ে বাঁচার ভঙ্গি প্রকাশ করেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত শূন্য রানে তামিমের উইকেট হারানো বাংলাদেশ ৪.৪ ওভারে সংগ্রহ করেছে ৩২ রান। ১৩ বলে ৫ রান নিয়ে খেলছেন বিজয়, অপর প্রান্তে ১৩ বলে ২৫ রানে আছেন সৌম্য।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫