ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা বাড়ালেন তামিম...

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
অপেক্ষা বাড়ালেন তামিম...

ঢাকা: সুযোগ ছিল সাকিবের চেয়ে ৬ ম্যাচ কম খেলে ৪ হাজারি ক্লাবে প্রবেশ করবেন তিনি। কিন্তু তা আর হলো না।

অপেক্ষা বাড়ালেন শুধুই।

সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে চার হাজার রান পূর্ণ না করার সে অপেক্ষা তামিম ইকবালের।

নিজের ১৩৭তম ম্যাচে এসে কীর্তি হলো না গড়া। ফিরে গেলেন প্রথম ওভারের দ্বিতীয় বলে মালিঙ্গার ছোঁড়া গোলায় বোল্ড হয়ে। রান শূন্য, ডাক তামিম!

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই আউট হন তামিম। ম্যাচটি খেলতে নামার আগে ওয়ানডেতে তার সংগ্রহ ছিল ৩ হাজার ৯০ রান। শূন্যতে আউট হওয়ায় এখনও তাই রয়ে গেলো। সুযোগ ছিল এই রানের সঙ্গে আর ১০ রান যোগ করে ৪ হাজারি ক্লাবে প্রবেশ করার। তবে তা আর হলো কই।

ওয়ানডেতে তামিম ইকবালের সর্বোচ্চ সংগ্রহ ১৫৪ রান। ব্যাটিং গড় ২৯ দশমিক ৭৭। স্ট্রাইক রেট ৭৭ দশমিক ২৯। ৪টি শতক ও ২৭টি অর্ধশতক রয়েছে এই ওপেনিং ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।