ঢাকা: বিশ্বকাপের ১৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডজের বিপক্ষে জ্বলে উঠেছেন দক্ষিন আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। এদিন তিনি তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পেলেন।
এদিন ইনিংসের প্রথম দুটি উইকেট নেন কাইল অ্যাবোট। আর পরের টানা পাঁচটি উইকেটই নেন তাহির। দলীয় ১২তম ওভারের প্রথম ও শেষ বলে তার শিকার হন ডোয়েন স্মিথ ও লেন্দল সিমন্স।
পরে খেলার ১৮তম ওভারে আবারো তার জোড়া আঘাত। ওভারের প্রথম ও চতুর্থ বলে ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসলকে আউট করেন। আর দলীয় ২৬তম ওভারে দিনেশ রামদিনকে আউট করে ক্যারিয়ারের পাঁচ উইকেট পূরণ করেন। তার বোলিং ফিগারটি ছিল ১০ ওভারে দুই মেডেন সহ ৪৫ রানের বিনিময় পাঁচ উইকেট।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫