ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ ছক্কা গেইলের, চারে এগিয়ে গাপটিল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
সর্বোচ্চ ছক্কা গেইলের, চারে এগিয়ে গাপটিল মার্টিন গাপটিল ও ক্রিস গেইল

ঢাকা: ২৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে একাই ১৬টি ছক্কা হাঁকান ক্রিস গেইল। ২১৫ রানের দানবীয় ওই ইনিংসের ১৬টি ছক্কাই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় শীর্ষ স্থানে রেখেছে তাকে।



ওই ১৬ ছক্কাসহ বিশ্বকাপের ৬ ম্যাচে ২৬টি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান গেইল। সাত ম্যাচে ২১ ছক্কার মাধ্যমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর ৯ ম্যাচে ১৭ ছক্কায় তৃতীয় স্থানে কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম।

ছয় ম্যাচে ছয় ছক্কা নিয়ে তালিকায় বিশ নম্বরে রয়েছেন টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ।

তবে ছক্কায় শীর্ষ তিনের মধ্যে না থাকতে পারলেও চার হাঁকানোর তালিকায় র্শীষে রয়েছেন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার মার্টিন গাপটিল। কিউই এ ওপেনার বিশ্বকাপে ৫৯টি চারের মার মারেন।

বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকার‍ার রয়েছে ৫৭টি চারের মার। আর ৪৮টি চার মেরে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় বাঁহাতি ব্যাটসম্যান শেখর ধাওয়ান।

পাঁচ ধাপ এগিয়ে ৩০ চারে এ তালিকায় পনেরতম স্থানে রয়েছেন টাইগার রিয়াদ।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।