২০১৫ বিশ্বকাপে সেরা বোলার কে? এমন প্রশ্নে উত্তরে শুরুতেই দু’জনের নাম সামনে চলে আসবে। এরা হলেন- অস্ট্রেলিয়া দলের নির্ভরযোগ্য পেসার মিচেল স্টার্ক এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
এ দু’জনের উইকেট সংখ্যা সমান হলেও রান গড়ে সেরা বলতে হয় মিচেল স্টার্ককে। আর তাইতো পুরো টুর্নামেন্টের সেরা হয়েছেন তিনি।
এর পরের অবস্থানেই রয়েছে ট্রেন্ট বোল্টের নাম। ১৬.৮৬ গড়ে রান দিলেও স্টার্কের সমান ২২টি উইকেট পেয়েছেন তিনি।
এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের উমেশ যাদবের নাম। পুরো টুর্নামেন্টে ভাল খেলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হওয়া ভারতের এ বোলার নিয়েছেন ১৮ উইকেট।
তালিকার চতুর্থ হিসেবে রয়েছেন মর্নি মরকেলের নাম। চৌকার্স দল হিসেবে বিশ্বকাপের প্রতিযোগিতা থেকে দক্ষিণ আফ্রকা ছিটকে গেলেও আ পেসার পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বল করেছেন। তিনি নিয়েছেন ১৭ উইকেট।
তালিকার পাঁচ নম্বর বোলার হিসেবে ভারতীয় আরেক তরুণ পেসার মোহাম্মদ শামি রয়েছেন। তিনি ১৭.২৯ গড়ে নিয়েছেন ১৭ উইকেট।
বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫