ঢাকা: বিশ্বকাপে অসাধারণ পারর্ফম করে হয়েছেন ‘প্লেয়ার অব দ্যা টূর্ণামেন্ট’। আর এরই মধ্যে পুরস্কার হিসেবে ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষ অবস্থানটি দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক।
বিশ্বকাপ শুরু হবার আগে স্টার্ক এই তালিকায় সপ্তম স্থানে ছিলেন। তবে ১০.১৮ গড় ও ৩.৫০ ইকোনোমিতে অসাধারণ বল করায় ক্যারিয়ারে প্রথমবারের মত শীর্ষে অবস্থান করছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে স্টার্কের ছয় উইকেট পাওয়াই ছিল সবচেয়ে অন্যবদ্য। ১৫২ রান করেও অজিরা জয়ের কাঝাকাছি গিয়েছিল। তবে কিউইরা এক উইকেটের জয় পায়। স্টার্কের বর্তমান রেটিং পয়েন্ট ৭৮৩।
এ তালিকায় দ্বিতীয়স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে আট ম্যাচে ১৫ উইকেট পাওয়া লেগ স্পিনার ইমরান তাহির। শীর্ষ পাঁচে পরের অবস্থান গুলোতে আছেন পাকিস্তানের সাইদ আজমল, দ.আফ্রিকার ডেল স্টেইন ও ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন।
এদিকে বিশ্বকাপে স্টার্কের সমান ২২ উইকেট পাওয়া কিউই পেসার ট্রেন্ট বোল্ট তালিকার ষষ্ঠস্থানে উঠে এসেছেন। আর বাংলাদেশীদের মধ্যে ৭১৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ স্থানে আছেন সাকিব আল হাসান। সাকিব বিশ্বকাপে ছয় ম্যাচে আট উইকেট নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫