ঢাকা: জোহার্নেসবার্গে ৩১ বলে সেঞ্চুরি করার পরেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বব উইলিস জানিয়েছিলেন, ভিভ রিচার্ডস তার কাছে সব সময়ের সেরা ক্রিকেটার তবে এবি ডি ভিলিয়ার্স এই দৌড়ে এগিয়ে যাচ্ছে।
এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পরে দক্ষিন আফ্রিকান অধিনায়ক একটি সাফল্য অর্জন করলেন।
২০১৫ আসরের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৫ রানে অপরাজিত থেকে ক্যারিয়ার সেরা ৯০২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষস্থানে অপরিবর্তীত আছেন ভিলিয়ার্স ।
আর এরই মধ্যে ওয়ানডে ও টেস্ট দুটি ফরম্যাটেই সব সময়ের সেরা রেটিং পয়েন্টে প্রবেশ করলেন এ ডানহাতি ব্যাটসম্যান। তবে ওয়ানডের সেরা রেটিং পয়েন্টের তালিকায় ডি ভিলিয়ার্স আছেন আট নম্বরে। এ তালিকায় সবার ওপরে আছেন ভিভ। তিনি রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ৯৩৫।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন পাকিস্তানের জহির আব্বাস(৯৩১) ও অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল(৯২১)।
এদিকে টেস্টে ৯৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সেরাদের তালিকায ভিভ আছেন ছয় নম্বরে। ৯৩৫ পয়েন্টে ১০ স্থানে ডি ভিলিয়ার্স। তবে এ তালিকায় সবার ওপরে আছেন অজি গ্রেট স্যার ডন ব্র্যাডম্যান। তার রেটিং পয়েন্ট ৯৬১। পরের দুটি অবস্থানে আছেন স্যার লেন হ্যাটন(৯৪৫) ও স্যার জ্যাক হবস ও রিকি পন্টিং দুজনেই(৯৪২)।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫