ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারিনের বোলিং টেস্ট অনিবার্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
নারিনের বোলিং টেস্ট অনিবার্য সুনীল নারিন

ঢাকা: আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। অথচ আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের(কেকেআর)হয়ে খেলতে হলে নাকি সুনীল নারিনকে বোলিং টেস্টের মুখোমুখি হতে হবে।

এমনটিই নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই)প্রেসিডেন্ট জাগমোহন ডালমিয়া।

গত বছর ভারতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলাকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার নারিনকে বোলিংয়ে নিষেধাজ্ঞা দেয় বিসিসিআই। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে এই ডানহাতি রহস্যময়ী স্পিনারকে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে যেকোনো টুর্নামেন্টে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ কারণেই আইপিএলের এ আসরে খেলতে হলে বোলিং টেস্টে উত্তীর্ন হওয়া ছাড়া বিকল্প নেই।

ডালমিয়া বলেন, ‘আইপিএলে খেলতে হলে নারিনকে অবশ্যই বোলিং অ্যাকশন ঠিক করতে হবে। চেন্নাইয়ে অবস্থিত রামচন্দ্র ইউভার্সিটিতে বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল বিসিসিআইয়ের অধীনে যেকোনো টুর্নামেন্টে সে খেলতে পারবে। ’

বিসিসিআই প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি কেকেআরের সঙ্গে কথা বলেছি। তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়েছি, বোলিং টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া নারিনকে খেলানো যাবে না। আইসিসি থেকে কোনো অাপত্তি না থাকলেও তাকে চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় ছাড়পত্র পেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘন্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।