ঢাকা: আগামী ৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। ভারতীয় এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের অষ্টম আসরে সাকিব খেলবেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুক্রবার (০৩ এপ্রিল) সাকিব প্রথম দিনের মতো অনুশীলনে যোগ দেন। অনুশীলন শেষে তিনি কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে তোলা একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন।
এবারের আসরে প্রথম দু’টি ম্যাচে অংশ নেবেন সাকিব। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের জন্য দুই ম্যাচ খেলেই দেশে ফিরতে হবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
গত ৩১ মার্চ বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে সাকিবকে এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করা হয়। সেখানে শুধুমাত্র ৮ ও ১১ এপ্রিলের ম্যাচ দু’টির জন্যই সাকিবকে অনাপত্তিপত্র দেওয়া হয়। সে হিসাবে সাকিবকে ১২ এপ্রিল দেশে ফিরতে হবে।
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের দল কলকাতা তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। ১১ এপ্রিল পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ০৩ এপ্রিল ২০১৫