ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে অনুশীলন করলো প্রাইম ব্যাংক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
মিরপুরে অনুশীলন করলো প্রাইম ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে রোববার (৫ এপ্রিল) থেকে। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথ জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন।


 
এদিকে শনিবার সকালে মিরপুরের ইনডোরে অনুশীলন করেছে প্রাইম ব্যাংক সাউথ জোনের ক্রিকেটাররা। এ সময় নেটে ব্যাটিং অনুশীলন করেন ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, সৈকত, নুরুল হাসানরা।
 
রুবেল হোসেন, আল আমিনরাও ঘাম ঝরিয়েছেন পেস বোলিং অনুশীলনে। এছাড়া প্রাইম ব্যাংকের দুই স্পেশালিস্ট স্পিনার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজীকে বল করতে দেখা যায় অনুশীলন সেশনে।

বিসিএলে অংশ নেওয়া চারটি দল একবার করে পরস্পরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ১১ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে বিসিএলের ওয়ানডে পর্ব।
প্রাইম ব্যাংক সাউথ জোনের স্কোয়াড:

১. মাশরাফি বিন মর্তুজা ২. আব্দুর রাজ্জাক ৩. ইমরুল কায়েস ৪. সৌম্য সরকার ৫. মো: মিথুন ৬. তুষার ইমরান ৭. মোসাদ্দেক হোসেন সৈকত ৮. নুরুল হাসান ৯. জিয়াউর রহমান ১০. শাহরিয়ার নাফিস ১১. সোহাগ গাজী ১২. এনামুল হক ১৩. রুবেল হোসেন ১৪. আল আমিন হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।