ঢাকা: ৭ এপ্রিল উদ্বোধন হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ মাঠে গড়াবে ৮ এপ্রিল। আসন্ন আইপিএলের অষ্টম আসরে দলকে বেশ শক্তিশালী করে সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এবারের আসরে মুম্বাইয়ের কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক রিকি পন্টিং।
দলের নির্ভরযোগ্য স্পিনার হিসেবে এবারের আসরে মুম্বাইকে টেনে নিয়ে যাবেন হরভজন সিং আর প্রজ্ঞান ওঝা। পেস আক্রমণে থাকছেন লঙ্কান পেসার মালিঙ্গা আর কিইউ তারকা মিচেল ম্যাকক্লেনাঘান।
আর ব্যাটিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তারকা অ্যারন ফিঞ্চের সাথে রয়েছেন ওয়ানডে ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মা। ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে প্রতিপক্ষের বোলারদের শাসন করতে থাকছেন কোরি অ্যান্ডারসন, কাইরন পোলার্ড আর লেন্ডন সিমন্সের মতো তারকারা।
২০১৩ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরের আসরে নামলেও গত মৌসুমে টেবিলের চার নম্বর অবস্থানে থেকে আসর শেষ করে মুম্বাই। ইলিমিনেটর রাউন্ডে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় রোহিত শর্মার দলটি।
মুম্বাই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), আম্বাতি রাইডু (উইকেটরক্ষক), কোরি অ্যান্ডারসন, হরভজন সিং, জাসপ্রিত বুমরাহ, জোস হ্যাজলউড, কাইরন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, মারচেন্ট ডি লানগে, পবন সুয়াল, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, উন্মুক্ত চাঁদ, আদিত্য তারে (উইকেটরক্ষক ), বিনয় কুমার, পার্থিব প্যাটেল, অ্যারন ফিঞ্চ, প্রজ্ঞান ওঝা, মিচেল ম্যাকক্লেনাঘান, অক্ষয় ওয়াখের, এডেন ব্লিজার্ড, হারদিক পান্ড্য, সিদ্দেশ লাদ, জে সুচিথ, নীতীশ রানা এবং অভিমনু মিঠুন।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০৫ এপ্রিল ২০১৫