ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সানীর অসাধারণ বোলিংয়ে ইসলামী ব্যাংকের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
সানীর অসাধারণ বোলিংয়ে ইসলামী ব্যাংকের জয় ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) প্রাইম ব্যাংক সাউথ জোনকে ছয় উইকেটে হারিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংকের মাত্র ১২৩ রানের জবাবে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইসলামী ব্যাংক।



ওয়ানডে ভার্সনের এই খেলায় টসে হেরে প্রথমে ব্যাট করা প্রাইম ব্যাংক আরাফাত সানীর অসাধারণ ঘূর্ণিতে মাত্র ১২২ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার সৈকত আলী। তবে অন্য কোন ব্যাটসম্যান ১৫ রানের বেশী না করতে পারলে স্বল্প রান করেই সবকটি উইকেট হারায় মাশরাফি বিন মুর্তজার দল। সানী সাত ওভারে মাত্র ১১ রানের বিনিময় চারটি উইকেট তুলে নেন। এছাড়া নাবিল সামাদ নেন দুটি উইকেট।

স্বল্প রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ২৬ ওভার শেষেই চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় মুমিনুল হকের নেতৃত্বে ইসলামী ব্যাংক। ওপেনার লিটন কুমার দাশের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। পরে তিনি রান আউটের শিকার হন। এছাড়া ২২ রান করেন তাসামুল হক।

রুবেল হোসেন নেন দুটি উইকেট। আর অধিনায়ক মাশরাফি নেন একটি উইকেট। তবে ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংকের সানী।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।