ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভিলিয়ার্স আতঙ্কে জনসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ভিলিয়ার্স আতঙ্কে জনসন মিচেল জনসন

ঢাকা: অস্ট্রেলিয়ার হয়ে সফল বিশ্বকাপ মিশন শেষে এখন আইপিএল মাতানোর অপেক্ষায় তারকা বোলার মিচেল জনসন। তবে, কিংস এলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামার আগে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সমীহ করছেন।



জনসন বলেন, ‘যেকোনো ফরমেটে ডি ভিলিয়ার্স খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার হয়ে গত দুই বছর ধরে সে অভিশ্বাস্য ব্যাটিং করছে। আইপিএলেও নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। এ আসরে তার বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং হবে। ’

এ বাঁহাতি পেসার আরও উল্লেখ করেন, ‘বর্তমানে দক্ষতা, অভিজ্ঞতা ও প্রতিভার দিক থেকে এবিই সেরা। টি-টোয়েন্টি ফরমেটে সে যেকোনো বোলারকেই দু:স্বপ্ন উপহার দিতে সক্ষম। উইকেটে থিতু হয়ে গেলে তাকে প্যাভিলিয়নে পাঠানো কঠিন। ’

উল্লেখ্য, ৬ মে স্বাগতিক বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব। এম চিন্নাস্বামি স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। পাঞ্জাবের মাঠে ১৩ মে দু’দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, এপ্রিল ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।