ঢাকা: পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য বুধবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন মুখ হিসেবে দলে এসেছেন ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান রনি তালুকদার।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দল নিয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ম্যাচ রেফারি রকিবুল হাসান। বাংলাদেশ দল নিয়ে সন্তুষ্টির কথাই জানান তিনি।
নতুন মুখ হিসেবে ওপেনিংয়ে লিটন কুমার দাস নির্বাচকদের বিবেচনায় থাকলেও অভিজ্ঞতা বিচারে দলে নেয়া হয়েছে আরেক ডানহাতি ব্যাটসম্যান রনি তালুকদারকে।
এ প্রসঙ্গে রকিবুল হাসান বলেন, ‘বাংলাদেশ টিম মাত্রই বিশ্বকাপ খেলে এসেছে। টপ অর্ডারে ওপেনিংয়ে একটি পরিবর্তন হবে, এটা সবাই ধারণা করছিল। সেটা হয়েছে। লিটনকে অনেকে মনে করছিলেন যে আসবে। নির্বাচকরা মনে হয় অভিজ্ঞতার কারণে রনিকে সুযোগ দিয়েছে।
রকিবুল হাসান আরো যোগ করেন, দুজনেই সমান সমান ছিলেন। রনি তালুকদার অনেক দিন ধরে খেলছে। দু’জনের মধ্যে খুব একটা পার্থক্য নেই, অভিজ্ঞতা ছাড়া। আমি আশা করব রনির সামনে যে সুযোগটা এসেছে, সেটা সে কাজে লাগাবে। তামিম ইকবাল ও রনি তালুকদারের ডানহাতি-বামহাতি কম্বিনেশন হবে- এটা দলের জন্য ভালো।
জাতীয় দলে ফেরা পেসার আবুল হাসান রাজু প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘আমার বিশ্বাস যদি ফিটনেসে ঘাটতি না থাকত সে (আবুল হোসেন) বিশ্বকাপ দলেই থাকত। ধারাবাহিকভাবে জোরে বল করা এবং ঠিক জায়গায় বল করতে পারে সে। আমি নিজে ম্যাচ রেফারি, খেলা দেখি কাছ থেকে। অনেকে বলে ঘরোয়া ক্রিকেটে বেশি উইকেট পায় না। ও দুইটা পেয়েছে, আরেকজন চারটা পেয়েছে। এগুলো বাতুলতা। ওয়াসিম আকরাম কিংবা ইমরান খান এরা ঘরোয়া ক্রিকেটে খুব বেশি উইকেট পায়নি।
আবুল হাসান রাজু প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আবুলের পোটেনশিয়ালিটি অনেক বেশি। তার চেয়েও বড় কথা হলো প্রতিপক্ষের খেলোয়াড়দের প্রতি প্রভাব ফেলা। শেষ ম্যাচে আমি দেখেছি ১৪০ প্লাস গতিতে বল করছে। কিছু প্লেয়ার আছে যারা বড় আসরের প্লেয়ার, বড় আসরে খেলবে। ’
বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের দলে ফিরতে না পারা প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, রাজ্জাকের অভিজ্ঞতার ব্যাপারে কারো সাথে তুলনা করা যাবে না। আমার মনে হয় নির্বাচকমন্ডলী সামনের দিকে তাকাচ্ছেন। ২০১৯ বিশ্বকাপের কথা চিন্তা করে হয়তো রাজ্জাকের ব্যাপারটা সামনে আনেনি। নতুনদের উপরই আস্থা রাখতে চাচ্ছে।
বাংলাদেশ দলে স্পিনার একজন বাড়ানো যেত কী-না এ প্রশ্নের উত্তরে রকিবুল হাসান বলেন, পাকিস্তান স্পিন খুব ভালো খেলে। রিয়াদ অফস্পিন করবে, নাসির টিমে থাকলে অফস্পিন করতে পারবে আর স্পেশালিস্ট স্পিনার তো থাকছেই। সব মিলে দল নির্বাচন সঠিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এসকে/এমআর