ঢাকা: জাতীয় দলে ডাক পেয়েই আলো ছড়ালেন আবুল হাসান। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) গুরুত্বপূর্ন ম্যাচে ৫৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের এই পেস বোলিং অলরাউন্ডার।
আবুলের অর্ধশতক ও নাজমুল মিলনের ৩৯ আর আরাফাত সানির ২৭ রানের ইনিংসে ভর করে ওয়ালটন সেন্ট্রাল জোনকে ২১৯ রানের টার্গেট দিয়েছে ইসলামী ব্যাংক।
দিবা-রাত্রির ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইসলামী ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ওয়ালটন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মাত্র ৭৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ইসলামী ব্যাংক। ষষ্ঠ উইকেটে ৫৪ রান যোগ করে বিপদ সামাল দেন নাজমুল মিলন ও আবুল হাসান। দলীয় ১২৯ রানে মিলন বিদায় নিলেও আরাফাত সানিকে সঙ্গে নিয়ে ব্যাট চালান আবুল। সেখান থেকে দলের স্কোর দু’শো পার করে আউট হন আবুল হাসান।
তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫১ রান করেন তিনি। অষ্টম উইকেট জুটিতে আসে ৭৬ রান। আরাফাত সানি ২৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে ইসলামী ব্যাংক।
তাসকিন আহমেদ তিনটি, শুভাগত হোম ও ইলিয়াস সানি দুটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ০৯ এপ্রিল ২০১৫
এসকে/এমআর