ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে উঠেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। বৃহস্পতিবার ওয়ালটন সেন্ট্রাল জোনকে ৯৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইসলামী ব্যাংকের দেয়া ২১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আরাফাত সানির স্পিন জাদুতে ১২০ রানেই গুটিয়ে যায় মাহমুদউল্লাহ রিয়াদের সেন্ট্রাল জোন।
৬.৩ ওভার বোলিং করে মাত্র ১১ রানে চার উইকেট নিজের ঝুলিতে নেন সানি। এ ছাড়া জাতীয় দলে ডাক পাওয়া আবুল হাসান রাজু নেন তিনটি উইকেট। জাতীয় দলের এই দুই ক্রিকেটারের বোলিং তোপেই শেষ হয়ে যায় সেন্ট্রাল জোনের ইনিংস।
ওয়ালটন সেন্ট্রাল জোনের ধীমান ঘোষ দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন।
এর আগে দিবা-রাত্রির ম্যাচে টসে জিতে ইসলামী ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় ওয়ালটন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আবুল হাসানের অর্ধশতক (৫১) ও নাজমুল মিলনের ৩৯ এবং আরাফাত সানির ২৭ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে আট উইকেটে ২১৮ রান করে ইসলামী ব্যাংক।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আবুল হাসান রাজু।
আগামী রোববার (১২ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসকে/এমআর
** ইসলামী ব্যাংককে টেনে তুললেন আবুল-সানি