ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক রানের জয় পেল চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
এক রানের জয় পেল চেন্নাই ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তবে, শেষ দিকের উত্তেজনায় ঘেরা ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে চেন্নাইয়ের জয়টি এসেছে মাত্র এক রানের।


 
টস জিতে চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লী ডেয়ারডেভিলসের অধিনায়ক জেপি ডুমিনি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে চেন্নাই তোলে ১৫০ রান। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান করেন ওপেনার ডোয়াইন স্মিথ। তিনি ৩১ বলে ৬টি চারে করেন ৩৪ রান।
 
এছাড়া চেন্নাইয়ের ফাফ ডু প্লেসিস ২৪ বলে ৩২ রান করেন। আর দলপতি মহেন্দ্র সিং ধোনি করেন ২৭ বলে ৩০ রান। ব্রেন্ডন ম্যাককালাম ও সুরেশ রায়না প্রত্যেকে ৪ রান করে বিদায় নেন।
 
দিল্লীর হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কোল্টার নাইল।
 
১৫১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে যায় দিল্লীর ইনিংস। দিল্লীর হয়ে সর্বোচ্চ রান আসে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা অ্যালবি মরকেলের ব্যাট থেকে। তিনি ৫৫ বলে ৮টি চার আর একটি ছয়ে ৭৩ রান করে অপরাজিত থাকেন।
 
এছাড়া কেদার যাদব ২০ বলে ২০, ওপেনার আগারওয়াল ১২ বলে ১৫ রান করেন। যুবরাজ সিং ৯ ও জেপি ডুমিনি ৫ রান করে বিদায় নেন।
 
চেন্নাইয়ের হয়ে আশিস নেহারা নেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট দখল করেন ব্রাভো।
 
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।