ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাবেক অজি অধিনায়ক বেনোর বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
সাবেক অজি অধিনায়ক বেনোর বিদায় রিচি বেনো / ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো আর নেই। স্কিন (ত্বক) ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

সবেক এই অজি অধিনায়ক ধারাভাষ্যকার হিসেবেও তুমুল জনপ্রিয় ছিলেন।

অস্ট্রেলিয়াকে ২৮টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বেনো। যার মধ্যে জয় রয়েছে ১২টিতে ও হার ৪টিতে। ১টি ম্যাচ টাই হয়েছে। আর ব‍াকি ১১ ম্যাচ ড্র হয়। ১৯৬০ সালে ব্রিসবেনের মাঠে তার অধীনে প্রথম কোনো টেস্ট ম্যাচ টাই হয়। ওয়েস্ট বিপক্ষে পাঁচ ম্যাচের ঐ সিরিজটি ২-১ এ জিতে নেয় অজিরা।

লেগ স্পিন বোলিংয়ের পাশাপাশি আক্রমনাত্মক ব্যাটসম্যান হিসেবে বেনোর সুখ্যাতি ছিল। ১৯৬৪ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে তিনিই ছিলেন অজিদের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি। ৬৩টি ম্যাচ খেলে ২৪৮টি উইকেট দখল করেছেন এই লেগস্পিন বোলার।

এছাড়া ব্যাটিংয়েও দেখিয়েছেন কৃতিত্ব। ৬৩ ম্যাচ খেলে ২৪.৪৫ গড়ে করেছেন ২২০১ রান। এর মধ্যে ৯টি অর্ধশতক ও তিনটি সেঞ্চুরি রয়েছে।

ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর ধারাভাষ্যকার হিসেবেও নিজের জনপ্রিয়তা ধরে রাখেন বেনো। ১৯৭৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত  তিনি অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ধারাভাষ্যকার ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘন্টা, এপ্রিল ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।