ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গুরুতর নয় তামিমের ইনজুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
গুরুতর নয় তামিমের ইনজুরি ছবি : সংগৃহীত

ঢাকা: গত ৭ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে  ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। যে কারণে গতকাল বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনের বিপক্ষে মাঠে নামতে পারেননি ইসলামী ব্যাংক ইস্ট জোনের ক্রিকেটার তামিম ইকবাল।



তবে তার ইনজুরি গুরুতর নয়।   শনিবার তার ইনজুরির স্থান পর্যবেক্ষণ করবেন  জাতীয় ক্রিকেট দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

জাতীয় দলের দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘তামিমের চোট সম্পর্কে আমি অবগত হয়েছি। ওর (তামিম) সঙ্গে কথাও হয়েছে। ফিজিও আছেন, ওনি দেখছেন। আমাকে ইনফর্ম করেছেন। আগামীকাল তামিমকে পর্যবেক্ষণ করবো। ’

আগামী রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল ম্যাচ। তামিম ইকবালের দল ইসলামী ব্যাংক উঠেছে ফাইনালে।

রোববারের ফাইনালে ম্যাচে খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইসলামী ব্যাংকের টিম ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত। সাংবাদিকদের তিনি জানান, ‘তামিমের ইনজুরি মারাত্মক কিছু নয়। আশা করি, আমরা ফাইনালে তামিমকে পাব। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।