ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। টেস্টে তিনি যতটা উজ্জ্বল, ওয়ানডেতে ততটা নন।
১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। সোমবার সন্ধ্যায় মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুমিনুল হক বলেন, ‘বিশ্বকাপে কোচ (হাথুরুসিংহে) বলেছিলেন আরেকটু এগ্রেসিভ ক্রিকেট খেলতে। আমিও এগ্রেসিভ খেলার চেষ্টা করছি। ’
রোববার বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ৭৭ বলে খেলেছেন ৭৮ রানের আক্রমনাত্মক ইনিংস। মুমিনুলের অবদানে তার দল বিসিএল ওয়ানডে ফরম্যাটের শিরোপাও জেতে।
জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে বিসিএল পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে কাজ করেছে। জাতীয় দলের অনুশীলন শুরু হলেও বিসিএল ফাইনাল ম্যাচের জন্য ওই দিন সকল ক্রিকেটার উপস্থিত হতে পারেননি। তবে সোমবার যোগ দিয়েছেন সাকিব আল হাসান ছাড়া বাকি ১৩ জন ক্রিকেটারই। আইপিএল খেলতে ভারতে যাওয়া সাকিব দুই-একদিনের মধ্যে দেশে ফিরে যোগ দেবেন ক্যাম্পে।
পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য দল কতটা প্রস্তুত এমন প্রশ্নে মুমিনুল হক বলেন, ‘আমরা বিশ্বকাপে ভালো খেলেছি। টিমের সবাই ভালো খেলার জন্য উন্মুখ হয়ে আছে। ’
১৯৯৯ সালের পর পাকিস্তানকে আর হারাতে পারেনি টাইগাররা। এবার কি সেই আক্ষেপ ঘুঁচবে এমন প্রশ্নে মুমিনুল জানান, ‘আমি আগের কথা বলতে চাইনা। আমরা কিন্তু দিন দিন উন্নতি করছি। আশা করছি খুব ভালো সিরিজ হবে। আমরা খুব ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। ’
পাকিস্তান সিরিজে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এই বাঁহাতি ব্যাটসম্যান বলেন, ‘পাকিস্তান সিরিজে নিজেকে ফেরাতে কাজ শুরু করেছি। চেষ্টা করছি, কিভাবে উন্নতি করা যায়। কোচের সঙ্গে কথা বলেছি। নিজেও চেষ্টা করছি। আশা করি ভালো কিছু করতে পারবো। ’
পাকিস্তান সিরিজে ব্যাটিং অর্ডারে কয় নম্বরে নামতে চান-এমন প্রশ্নে এ তুরুণ তুর্কি জানান, ‘সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো। হয়তো আমার কোনো সমস্য হচ্ছে তাই ওয়ানডে ভালো করতে পারছি না। আসলে ব্যাটিং পজিশন নিয়ে চিন্তা করছি না। ভালো খেললে যে কোনো জায়গাতেই ভালো করা যায়। আমি এখন ওয়ানডের গতিতেই ব্যাটিং করার চেষ্টা করছি। ’
সমস্যটা ব্যাটিং টেকনিকের নাকি মানসিক- এমন প্রশ্নে মুমিনুল জানান, ‘মানসিক দিক দিয়ে আমার কোনো সমস্যা নেই। হয়তো আরো পরিশ্রম করতে হবে। ভালো খেললে সব ঠিক হয়ে যাবে। ’
টেস্টে দারুণ করলেও ওয়ানডে ক্রিকেটে এখনও স্থায়ী হতে না পারার কারণ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘ভালো খেলতে পারলে দলে স্থায়ী হতে পারবো। সুযোগ পেলে ভালো কিছু করে ওয়ানডে দলে স্থায়ী হতে চাই। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসকে/এমআর