ঢাকা: অষ্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল এই লঙ্কানের প্রথম দায়িত্ব।
তার অধীনে থেকে যেন বদলে গেছে বাংলাদেশর ক্রিকেট। গত ১০ মাস নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে বাংলাদেশ। এমন সাফল্যে তৃপ্তি পাচ্ছেন টাইগার কোচ হাথুরুসিংহে।
বাংলাদেশের সাফল্যে উচ্ছ্বসিত হাথুরুসিংহে শুক্রবার (০৩ জুলাই) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন রোমাঞ্চকর সময়। দল জিততে থাকলে সবসময়ই ভালো লাগে। কিন্তু শুধু জয়ই শেষ কথা নয়। আমাদের জন্য এটি আরও বেশি রোমাঞ্চকর হলো আমরা ভালো খেলছি ও জিতে চলেছি। ’
রোববার (৫ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে হাথুরুসিংহের শিষ্যরা। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে স্বাগতিকরা। এবারও বাজিমাত করার আশায় রয়েছে হাথুরু ও তার দল।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর