ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে পড়ে অবসরে হ্যারিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ইনজুরিতে পড়ে অবসরে হ্যারিস ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার রায়ান হ্যারিসের আচমকা অবসরের ঘোষণায় দলটির অ্যাশেজ সিরিজের ওপর ভালই প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ইনজুরির জের ধরে হঠাৎই ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন এ অভিজ্ঞ বোলার।



৩৫ বছরের এ তারাকা বোলার দু’বছর আগে ইংল্যান্ডে সর্বশেষ সফরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। তবে গত মার্চে তার সার্জারি করা হলেও এবারের সিরিজে তিনি ভালই আশাবাদী ছিলেন।

অ্যাশেজের আগে কেন্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালই খেলেছেন হ্যারিস। তবে এসেক্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডান হাঁটুতে আবারো চোট পেলে অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

২০১০ সালে টেস্টে অভিষেকের পর হ্যারিস ২৭টি ম্যাচ খেলে ১১৩টি উইকেট নিয়েছেন। আর সিমীত ওভারের ২১টি ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৪৪টি উইকেট।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।