মিরপুর থেকে: প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকান ড্যাশিং ওপেনার এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ ধরালেন স্পিনার আরাফাত সানি। ওভারের শেষ বলে মাশরাফির হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ২ রান করে ব্যাট-প্যাড গুছিয়ে প্যাভিলিয়নে ফেরেন বিপজ্জনক ভিলিয়ার্স।
তার বিদায়ে মাঠে নেমেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগে থেকেই আছেন কুইন্টন ডি কক। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২ ওভারে ৭ রান।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে প্রোটিয়াদের ইনিংস উদ্বোধন করতে আসেন ডি কক ও ভিলিয়ার্স।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। আর রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেনকে এ ম্যাচে একাদশের বাইরে রাখা হয়।
এর আগে, সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় অতিথিরা। প্রোটিয়া বধের মিশনে তাই বেশ সতর্ক টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমআর