ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নতুন নিয়মে চলছে টাইগার-প্রোটিয়া লড়াই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
নতুন নিয়মে চলছে টাইগার-প্রোটিয়া লড়াই ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন নিয়মে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের প্রথম ম্যাচ।

রোববার (৫ জুলাই) মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ ম্যাচে নতুন নিয়ম অনুযায়ী যে কোনো ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পাচ্ছেন ব্যাটসম্যান।

এর আগে, কেবল বোলারের ওভারস্টেপিংয়ের (লাইন মিস) জন্য ‘নো’ বলে ‘ফ্রি হিট’র সুযোগ পেতেন ব্যাটসম্যান।

‘নো’ বলের এই নতুন নিয়ম এক দিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচেও কার্যকর হবে।

এ সুবিধা ছাড়াও ওয়ানডে ম্যাচে আরও কিছু নতুন নিয়ম ‍চালু হয়েছে। এখন আর ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না। আর প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড়; পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
জেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।