ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দশ ওভারে প্রোটিয়াদের ৭০/২

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
দশ ওভারে প্রোটিয়াদের ৭০/২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দলীয় ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে প্রোটিয়ারা সতর্ক থেকে ব্যাট করে চলেছে। ব্যাটিং ক্রিজে আছেন ডু প্লেসিস ও জেপি ডুমিনি।

প্রোটিয়া দলপতি ডু প্লেসিস ৪০ রানে আর জেপি ডুমিনি ১৫ রানে ব্যাট করছেন।

দুই অপরাজিত ব্যাটসম্যান ৩৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন।

১০ ওভার শেষে সফরকারীরা দুই উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্যাট হাতে প্রোটিয়াদের ইনিংস উদ্বোধন করতে আসেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স।

টাইগার দলপতি মাশরাফি ইনিংসের প্রথম ওভারটি করার জন্য বল তুলে দেন আরাফাত সানির হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে দ. আফ্রিকান ভয়ঙ্কর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সাজঘরের পথ ধরান সানি। প্রথম ওভারের পঞ্চম বলে লংঅফে ঠেলে দিয়ে দুই রান নিলে পরের বলে কাভার পয়েন্টে মাশরাফির তালুবন্দি হন ভিলিয়ার্স।  

প্রথম ওভারে সানির শিকারে দলীয় মাত্র দুই রানে মাথা নত করে সাজঘরে ফেরেন প্রোটিয়া ড্যাশিং ওপেনার ভিলিয়ার্স। নাসির হোসেনের করা দ্বিতীয় ওভারে সাত রান নেওয়া প্রোটিয়ারা তৃতীয় ওভারে নেন আরও নয় রান। চতুর্থ ওভারে নাসিরের বলে ভিলিয়ার্সের দেখানো পথে ফেরেন ডি কক। কাভার পয়েন্টে দাঁড়ানো লিটন দাসের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে ডি কক ১২ রান করেন।

সানি-নাসির জুটির পর বোলিং আক্রমণে আসেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে বোলিংয়ে জুটি বাঁধেন গত ভারত সিরিজে টাইগারদের সফল বোলার মুস্তাফিজুর রহমান। সাকিবের প্রথম ওভার থেকে প্রোটিয়ারা চার রান তুলে নেন। আর মুস্তাফিজের ওভারে মাত্র দুই রান তুলতেই দুইবার আউটের সম্ভাবনা জাগে।

এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের। আর রুবেল হোসেন, রনি তালুকদার ও জুবায়ের হোসেনকে এ ম্যাচে একাদশের বাইরে রাখা হয়।

এর আগে সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় অতিথিরা। প্রোটিয়া বধের মিশনে তাই বেশ সতর্ক টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমআর

** মুস্তাফিজকে সামলে খেলছে প্রোটিয়ারা
** নাসিরের আঘাতে ফিরলেন ডি কক
** প্রথম ওভারে সানির তোপ, সাজঘরে ভিলিয়ার্স

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।