মিরপুর থেকে: গেল ভারত সিরিজের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও জুটি বেঁধে মাঠে বসে খেলা উপভোগ করছেন অভিনেত্রী নওশীন নাহরিন ও মুমতাহিন টয়া। তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল কি হতে পারে- এ নিয়ে আলাদা মত দিলেন এই দু’জন।
নওশীন বাংলানিউজকে বলেন, ‘১৪৯ রানের টার্গেট সহজেই টপকে যাবে তামিম-সৌম্য-সাকিবরা। ’ অন্যদিকে টয়া বলছেন, ‘ম্যাচটি খুবই কঠিন হবে। কারণ, ওদের খুব ভালো পেসার আছে। জিতবে বাংলাদেশই তবে খুব কম্পিটেটিভ ম্যাচ হবে। ’
অভিনেত্রী নওশীনের প্রিয় খেলোয়াড়ের তালিকা অনেক বড়, ‘নাসির, সাকিব, তামিমদের খেলা আমার খুবই ভালো লাগে। অধিনায়ক হিসেবে মাশরাফি অসাধারণ। আর একজন আছেন মুস্তাফিজ, বাংলাদেশের নতুন সেনসেশন। ’
টয়ার পছন্দের ক্রিকেটারের তালিকায় আছেন লিটন দাস, সৌম্য সরকার, আরাফাত সানিসহ আরো বেশ কয়েকজন।
শোবিজ জগতের ব্যস্ততা রেখে মাঠে আসলে কাজের ক্ষতি হয় কি না জানতে চাইলে নওশিন বলেন, ‘ম্যাচের দিন বেশিরভাগ সময়ই শুটিং রাখি না। অনেক সময় আবার শুটিং স্পট থেকেও সরাসরি মাঠে চলে আসি। মাঠে এসে খেলা দেখতে খুব ভালো লাগে। কি করবো বলেন!'
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসকে/আরএম