ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে প্রোটিয়ারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামবে প্রোটিয়ারা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে এসে কন্ডিশন নিয়ে দু:শ্চিন্তা ছিল দক্ষিণ আফ্রিকা দলের। প্রথম টি-টোয়েন্টিতে ৫২ রানের জয়ের পর চিন্তা হয়তো কমেছে সফরকারীদের।

বাংলাদেশের হোম কন্ডিশনে ভালোই তো মানিয়ে নিল প্রোটিয়ারা!

তারপরও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই ভাবছে দক্ষিণ প্রোটিয়ারা। সোমবার (০৬ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রোটিয়াদের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট সেটিই জানালেন সাংবাদিকদের, ‘প্রথম ম্যাচ জিতে আমরা সিরিজে এগিয়ে আছি। তারপরও দ্বিতীয় ম্যাচ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ন। বাংলাদেশের কয়েকজন স্কিলড বোলার আছে, বিশেষ করে বাঁহাতি বোলাররা। ওদেরকে গুরুত্ব দিয়েই খেলতে হবে। ’

আগামী বছরের মার্চে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতিই মনে করছেন এই বোলিং কোচ, ‘উপমহাদেশের কন্ডিশনে পরিচিত হচ্ছে আমাদের তরুণ ক্রিকেটাররা। আসন্ন টি-২০ বিশ্বকাপে এই সফরটা খুব কাজে দেবে। ’

টি-২০ ম্যাচে ওয়ানডে সিরিজের কতটুকু কাজে দেবে-এমন প্রশ্নের জবাবে ল্যাঙ্গাভেল্ট বলেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ন। জেতা তো আরো গুরুত্বপূর্ন। টি-২০ সিরিজে জিততে পারলে সেটা অবশ্যই ওয়ানডে সিরিজে ক্রিকেটারদের উজ্জীবিত রাখবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।