মিরপুর থেকে: দ. আফ্রিকার ছুঁড়ে দেওয়া ১৭০ রানের টার্গেটে নেমেছে টাইগাররা। সিরিজে সমতা আনার টার্গেটে ব্যাট হাতে নামেন টাইগারদের ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভার থেকে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩২ রান।
দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারী দ. আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে তোলে ১৬৯ রান।
এর আগে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয় পাওয়া প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং উদ্বোধন করতে নামেন কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন আরাফাত সানি। প্রথম ওভার থেকে প্রোটিয়ারা ৯ রান তুলে নেয়।
আরাফাত সানি, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুস্তাফিজ আর মাশরাফি বোলিং করলেও দলীয় এগারোতম ওভারে এসে উইকেটের দেখা পান আরাফাত সানি। ডি কককে সাব্বিরের তালুবন্দি করেন সানি। আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে ফেলেন প্রোটিয়া দুই ওপেনার। মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ডি কক করেন ৪৪ রান। ৩১ বলে চারটি চার আর দুটি ছয়ে ডি কক তার ইনিংসটি সাজান।
পরের ওভারে আক্রমণে এসে নাসির হোসেন ফিরিয়ে দেন ডুমিনিকে। ৬ রান করে সাকিবের তালুবন্দি হন ডুমিনি। পরের বলেই ভিলিয়ার্সকে ফিরিয়ে দেন নাসির। উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হওয়ার আগে ভিলিয়ার্স ৩৪ বলে ৬ চারে করেন ৪০ রান।
আরাফাত সানি আর নাসির হোসেনের পর উইকেট পান মুস্তাফিজ। ফাফ ডু প্লেসিসকে মুশফিকের তালুবন্দি করেন বাঁহাতি এ পেসার। আউট হওয়ার আগে প্রোটিয়া দলপতি করেন ১৭ বলে ১৬ রান।
স্বাগতিকদের হয়ে নাসির হোসেন দুটি, আরাফাত সানি এবং মুস্তাফিজ একটি করে উইকেট তুলে নেন। শেষ দিকে ডেভিড মিলার ২৮ বলে ৩০ এবং রিলে রুশো ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ সমতা আনার লক্ষ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুপুর একটায় মাঠে নামে। টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
টাইগারদের প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন সোহাগ গাজী। তার জায়গায় সুযোগ হয়েছে ব্যাটসম্যান রনি তালুকদারের। এ ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হয় রনি তালুকদারের। আর প্রোটিয়াদের স্কোয়াড থেকে বাদ পড়েন রাবাদা। তার জায়গায় সুযোগ পেয়ে অভিষেক হয় এডি লি’র।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।
দ.আফ্রিকা দল: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, এডি লি ও অ্যারন ফাঙ্গিসো।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এমআর
** ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা
** টাইগারদের টার্গেট ১৭০ রান
** প্লেসিসকে বিদায় করলেন মুস্তাফিজ
** ১৬ ওভার শেষে প্রোটিয়াদের ১৩০/৩
** সানির শিকার ডি কক, নাসিরের জোড়া আঘাত
** উইকেটের অপেক্ষায় টাইগাররা
** প্রোটিয়া দুই ওপেনারের ভালো শুরু
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা
** ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা