ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে দর্শক খরা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
টি-টোয়েন্টিতে দর্শক খরা! ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথম টি-টোয়েন্টির মতো সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচেও দর্শক খরায় ভুগছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের পর বাংলাদেশের ইনিংসের সূচণা হলেও গ্যালারির অনেকাংশ আসন এখনও ফাঁকা!

সাধারণ গ্যালারিতে থেকে শুরু করে ভিআইপি, গ্র্যান্ড স্ট্যান্ডসহ মাঠের বেশ কয়েক জায়গায় ফাঁকা আসন চোখে পড়ছে।

গেল পাকিস্তান ও ভারত সিরিজের সঙ্গে তুলনা করলে মাঠের দর্শকসংখ্যা খুবই কম।

দক্ষিণ আফ্রিকা সিরিজে  মাঠের উত্তেজনাটা কমই উপভোগ করছেন দর্শকরা। গ্যালারির দর্শকদের উল্লাস-গর্জন আগের সিরিজগুলোর তুলনায় একেবারেই সাদামাটা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।