মিরপুর থেকে: গেল পাকিস্তান সিরিজে খুলনা টেস্টে কিপিং করার সময় আঙ্গুলে আঘাত পাওয়ার পর থেকেই ব্যাটে রান পাচ্ছেন না মুশফিকুর রহিম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই ছন্দে নেই মুশফিক।
দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকের পারফরম্যান্স ভাবিয়ে তুললেও তাকে নিয়ে আশাবাদী ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ‘মুশফিক যতটুকু সম্ভব চেষ্টা করছে। ভালো করার জন্য যতটা চেষ্টা থাকা উচিত তার পুরোটাই আছে মুশফিকের ভেতর। ওর কামব্যাক করতে বেশি সময় লাগবে না। আশা করি, মুশফিকের কামব্যাকের দিনেই জিতবে বাংলাদেশ। ’
১০ জুলাই থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে মুশফিক ফর্মে ফিরবেন-এমন প্রত্যাশাই করছেন বাংলাদেশ দলপতি।
বাংলাদেশের হয়ে ১৫২টি ওয়ানডে, ৪৬টি টেস্ট ও ৪১টি টি-২০ খেলা মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং-কিপিং দেখার অপেক্ষায় ভক্তরাও।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসকে/এমএমএস