ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের টানে মিরপুরে মিঠু!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
টাইগারদের টানে মিরপুরে মিঠু! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিনা কার্টুনের মিঠু চরিত্রটির কথা মনে আছে? কথা বলতে পারা টিয়া পাখি। গল্পের দুই চরিত্র মিনা ও রাজুর সঙ্গে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে মিঠু চরিত্রটি।

এমনই এক কথা বলতে পারা টিয়া পাখি এবার স্বশরীরে হাজির হয়েছে খেলার মাঠে, টাইগারদের টানে!

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামের উত্তর গেটে দেখা মিললো মিঠুর। পাখিটির মালিক ওয়াজেদ নুরাজ সিঙ্গাপুর প্রবাসী। মাস দেড়েক হলো এসেছেন বাংলাদেশে। মিঠুকে কাঁধে চড়িয়ে চট্টগ্রাম থেকে দুই বন্ধুসহ খেলা দেখতে এসেছেন ঢাকায়। তিন বন্ধু মিলে উঠেছেন মিরপুরের একটি হোটেলে।

টিয়া পাখি নিয়ে মাঠে আসা প্রসঙ্গে ওয়াহেদ বাংলানিউজকে জানান, ‘আমি ঘুরতে খুব পছন্দ করি। সেন্টমার্টিন, সুন্দরবন, কক্সবাজার ভ্রমনের সময় মিঠু আমার সঙ্গে ছিল। এবার ফেলে আসতে পারলাম না। কয়েকদিন পরই সিঙ্গাপুর চলে যাব। ওর আলাদা কোনো নাম দেইনি (হাসি) মিনা কার্টুনের মিঠু নামটিই দিয়েছি। ’

মিঠু কথা বলতে জানলেও স্টেডিয়াম গেটে মানুষের ভীড় দেখে একটু ভীত স্বন্তস্ত্র হয়ে পড়েছিল। সেই সঙ্গে গেটে নিরাত্তাকর্মীদের বাঁধায় হতকচিয়ে গিয়েছিল মিঠু! ওয়াহেদ কথা বলানোর চেষ্টা করলে মুখ ফিরিয়ে নেয় টিয়াটি। মালিকের কাঁধে চড়ে নীরবেই মাঠে ঢোকে মিঠু। গ্যালারিতে বসে টাইগারদের চার-ছক্কা দেখে মিঠু নীরব থাকবে না, গ্যালারি মাতিয়ে রাখবে মিঠু। গ্যালারিতে ঢোকার সময় এমন আভাসই দিয়ে গেলেন ওয়াহেদ ও তার বন্ধুরা!

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।