ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
ভারতের সিরিজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের দুঃস্মৃতি কাটিয়ে উঠেছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।



হারারেতে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিমুম্বুরা। স্বাগতিকদের ২৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে এক ওভার বাকি থাকতেই ২০৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ওপেনার চামু চিবাবা। এছাড়াও সিন উইলিয়ামস ২০, সিকান্দার রাজা ১৮, রিচমন্ড মুতুম্বাবি ৩২ ও গ্রায়েম ক্রেমার ২৭ রান করেন।

ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার একাই নেন চার উইকেট। ধাওয়াল কুলকার্নি, হরভজন সিং, স্টুয়ার্ট বিনি ও আকসার প্যাটেল একটি করে উইকেট লাভ করেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১১২ রান তোলেন অজিঙ্কা রাহানে (৬৩) ও মুরালি বিজয় (৭২)। আম্বাতি রাইডুর ব্যাট থেকে আসে ৪১ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে আট উইকেটে ২৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় সফরকারীরা।

জিম্বাবুয়ের হয়ে ডানহাতি পেসার নেভিল মাদজিভা চারটি উইকেট লাভ করেন। এছাড়াও ব্রায়ান ভিটোরি, ডোনাল্ড তিরিপানো,  চিবাবা ও রাজা একটি করে উইকেট নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।