মিরপুর: ভারতের বিপক্ষে সিরিজ জয়ের (২-১) পর থেকেই বাংলাদেশ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে কি পারবে না- এ নিয়ে এ পর্যন্ত আলোচনা কম হয়নি। র্যাঙ্কিয়ের নানা হিসেব-নিকেশ করতে নেমে পড়েন সবাই।
ওয়ানডে অধিনায়কের ভাবনায় অবশ্য এ সব কিছুর চেয়ে বাংলাদেশ দলের পরিণত হওয়া বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ‘আট মাস পরে চ্যাম্পিয়ন্স লিগ হবে এটা নিয়ে অত ভাবা যাবে না। ভাগ্যে থাকলে এমনিতেই হবে। এটা নিয়ে যত আলোচনা হচ্ছে তা ‘অতিরিক্ত’। আগে বাংলাদশ দলের পরিণত দল হওয়া বেশি গুরুত্বপূর্ণ। সে পথেই আমরা আছি।
ক্রিকেটারদের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘আমাদের ছেলেরা হার্ডওয়ার্ক করেছে মাঠে। মানসিকভাবে খুব স্ট্রং ছিল। বোলিং ইউনিট খুব ভালো করছে। বিশ্বকাপ থেকেই ইউনিট হিসেবে ভালো করছে তারা। আর তাতে ব্যাটসম্যানদের কাজটাও সহজ হয়ে যাচ্ছে। আজ হাশিম আমলা আউট হওয়ার পরই আমরা ম্যাচের মধ্যে ঢুকে যাই।
তিনি আরো যোগ করেন, মাহমুদুল্লাহ ইনজুরি থেকে ফিরেও ভালো ব্যাট করেছে। আঙ্গুলের ইনজুরি কাটিয়ে ব্যাট ধরা খুব কঠিন। দারুণ দায়িত্বশীল ব্যাটিং করেছে। মাঠের বাইরে থেকে ওর ব্যাটিং দেখে খুব ভালো লেগেছে।
বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এসকে/এসএইচ