ঢাকা: টেস্ট অভিষেকে ইতিহাসের সবচেয়ে বাজে বোলারের নজির সৃষ্টি করলেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে প্রথম ইনিংসে ১৬৩ রানের বিপরীতে কোন উইকেট পাননি এ ডানহাতি স্পিনার।
এর আগে ২০০৯ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানে উইকেট শূন্য থেকে বাজে বোলার হিসেবে পরিচিতি ছিল অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ব্রায়াস ম্যাকগেইনের।
অবশ্য তিন রানের জন্য আরো একটি রেকর্ড ভাঙতে পারেননি রশিদ। টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ১৬৬ রান দিয়েছিলেন আরেক ইংলিশ বোলার ডেভোন ম্যাকলম। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে অবশ্য ম্যাকলম একটি উইকেট পেয়েছিলেন।
আবুধাবি টেস্টে শুধুমাত্র রশিদ ছাড়াও স্পিনারদের জন্য প্রথম দুইদিন ছিল বিভিষিকাময়। পাকিস্তান ব্যাটসম্যানদের দাপটে তারা ছিলেন অসহায়। রশিদ, মঈন আলি ও জো রুট প্রথম ইনিংসে কোন উইকেট না পেয়ে ৩০২ রান দিয়েছেন। ফাস্ট বোলার বেন স্টোকস এক ওভার অফস্পিন বোলিংও করেন।
অন্যদিকে শোয়েব মালিকের ২৫৪ রানের ইনিংসটি ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন নম্বর পজিশনে নামা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সেরা। এর আগে ১৯৭১ সালে কিংবদন্তি জহির আব্বাস তিন নম্বরে নেমে ২৭৪ রান করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৫
এমএমএস