ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সুস্থ হয়ে বাসায় মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
সুস্থ হয়ে বাসায় মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ডেঙ্গু জ্বরে এক সপ্তাহ ভোগার পর শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে মিরপুরের বাসায় ফিরেছেন এ ক্রিকেটার।



গত ৯ অক্টোবর মধ্য রাতে ডেঙ্গু নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। হাসপাতালের চিকিৎসক ছাড়াও তাকে দেখেন বিসিবি’র চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এক সপ্তাহ চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটাই সুস্থ।  

দেবাশীষ চৌধুরী বাংলানিউজকে জানান, মাশরাফি এখন অনেকটাই সুস্থ। তিনি হাসপাতালে থাকতে পারতেন। তবে, বাসাতেও যেতে পারতেন বলে তাকে জানানো হয়েছিল। তিনি দুপুরে বাসাতেই ফিরে গেছেন।

গত ১০ অক্টোবর থেকে জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল মাশরাফির। কিন্তু তার একদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।