ঢাকা: ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর তাদের দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে তিন উইকেট হারিয়ে ৭২ রান তোলার পর চতুর্থ ও শেষ দিনের খেলা শেষ হয়।
স্কোর: ঢাকা মেট্রো - ২৪২ ও ৩৫২/৭ ডিক্লে.
রংপুর বিভাগ - ২৯৯ ও ৭২/৩
এদিকে, রাজশাহী বিভাগ-চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগ-ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটিও ড্রয়ের মুখ দেখে। শুধুমাত্র সিলেট বিভাগের বিপক্ষে ১৫০ রানের দাপুটে জয় পায় বরিশাল বিভাগ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিশ্চিত ড্রয়ের লক্ষ্য নিয়েই ব্যাটিংয়ে নামে রংপুর। ২৪ ওভারে তাদের প্রয়োজন ছিল ২৯৬ রান। তাই ধীরে সুস্থেই ব্যাট চালান নাসির-নাঈম ইসলামরা। কিন্তু, এর মধ্যেই তাদের তিন উইকেটের পতন ঘটে। অধিনায়ক নাসির হোসেনের ব্যাট থেকে আসে ১৭ রান। আরিফুল হক ৩১ ও নাঈম ১০ রানে অপরাজিত থাকেন।
মেট্রোর হয়ে নবীন ইসলাম (১১) ও নাসিরের উইকেটটি তুলে নেন বাঁহাতি স্পিনার আসিফ হাসান। তারিক আহমেদকে (৩) সাজঘরে ফেরান শামসুর রহমান।
এর আগে তৃতীয় দিনের করা দুই উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে মেট্রো। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (৫২) অর্ধশতকের পর সেঞ্চুরি হাঁকান মেহরাব হোসেন জুনিয়র (১০৯)। শেষ পর্যন্ত ১২০ ওভার শেষে সাত উইকেটে ৩৫২ রান তোলার পর ইনিংস ঘোষণা আসে। আসিফ অাহমেদ ৭৭ ও আরাফাত সানি ১২ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় ইনিংসে রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন লেগ স্পিনার তানভীর হায়দার। দুই উইকেট নেন নাসির। সাজেদুল ইসলাম ও সাদ্দাম হোসেন একটি করে উইকেট পান।
ম্যাচ সেরার পুরস্কার ওঠে রংপুরের তানভীর হায়দারের হাতে। ২৩ বছর বয়সী এ অলরাউন্ডার ব্যাট হাতে প্রথম ইনিংসে ৭৮ রানের পাশাপাশি দুই ইনিংস মিলে সাতটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম